Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুন ২০২৫

LPIRC সম্পর্কে এক নজরে

LPI Innovation & Robotics Club

"Starting With Programming, Victory With Robotics"

পরিচিতি

অবস্থান: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
প্রতিষ্ঠাকাল: মার্চ ২০২৫
প্রতিষ্ঠাতা মেন্টর: জনাব মোঃ সাদ্দাম হোসেন; জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) কম্পিউটার

 

প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ

  নাম   বিভাগ   সেশন
ইয়াছিন আরাফাত কম্পিউটার ২০২২-২৩
ফয়সাল মাহমুদ কম্পিউটার ২০২১-২২
আমির হামজা মাহিদ কম্পিউটার ২০২২-২৩
জোবায়ের হোসাইন ইলেকট্রনিক্স ২০২১-২২
সুজায়েত উল্লাহ শুভ ইলেকট্রনিক্স ২০২১-২২
মোঃ বায়েজিদ ইলেকট্রনিক্স ২০২১-২২

 

ক্লাবের ইতিহাস

২০২৪ সালের শেষ প্রান্তে কিছু প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর উদ্যোগে LPI Innovation & Robotics Club-এর যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল—রোবটিক্স, প্রোগ্রামিং এবং উদ্ভাবনী বাস্তব প্রয়োগে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা।
জনাব মোঃ সাদ্দাম হোসেন স্যারের মেন্টরশিপে বিভিন্ন আইডিয়া শেয়ারিং, প্রজেক্ট ডেমো এবং ওয়ার্কশপের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি ধাপে ধাপে বিকশিত হয় এবং ২০২৫ সালের মার্চে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

 

ক্লাবের উদ্দেশ্য

  • প্রযুক্তি, প্রোগ্রামিং ও রোবটিক্সে দক্ষতা গড়ে তোলা
  • বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকল্প তৈরি
  • জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • লিডারশিপ, টিমওয়ার্ক ও গবেষণাভিত্তিক চিন্তার বিকাশ
  • ওয়ার্কশপ, সেমিনার, ও মেন্টরশিপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
  • আন্তঃপ্রতিষ্ঠানিক নেটওয়ার্ক ও সহযোগিতা তৈরি
  • সামাজিক প্রভাব সৃষ্টিতে প্রযুক্তির সদ্ব্যবহার

 

নীতিমালা (সারাংশ)

১. ক্লাবের নিয়মকানুন ও গঠনতন্ত্র মেনে চলা আবশ্যক

২. সক্রিয় অংশগ্রহণ ও দলীয় সহযোগিতা

৩. প্রকল্পে সময়মতো দায়িত্ব পালন ও সৃজনশীল অবদান

৪. সকল সিদ্ধান্তে মেন্টর ও কমিটির অনুমোদন প্রয়োজন

৫. ক্লাবের ভাবমূর্তি রক্ষায় শালীনতা বজায় রাখা

৬. গোপনীয়তা রক্ষা করা (অনুমতি ছাড়া তথ্য প্রকাশ নয়)

৭. প্রযুক্তি শুধুমাত্র শিক্ষামূলক ও নৈতিক কাজে ব্যবহারযোগ্য

৮. সদস্যপদ নবায়ন ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত কমিটির হাতে

 

অর্গানাইজিং কমিটি (২০২৫)

  • সভাপতি: ফয়সাল মাহমুদ
  • সাধারণ সম্পাদক: ইয়াছিন আরাফাত
  • অর্থ সম্পাদক: ফারিস আহমেদ
  • সাংগঠনিক সম্পাদক: মোঃ জোবায়ের হোসেন
  • নীতিমালা বিষয়ক সম্পাদক: মোঃ সাহারাজ হোসেন
  • নারী নেতৃত্ব ও প্রশিক্ষণ সমন্বয়ক: পূর্ণিমা সুলতানা

 

মিডিয়া ও প্রচার টিম

  • প্রধান মিডিয়া সম্পাদক: আল আমিন ইসলাম সিয়াম
  • গ্রাফিক্স ডিজাইনার: মির তাহসিন ইশতিয়াক

 

ইভেন্ট ও যোগাযোগ বিভাগ

  • ইভেন্ট ম্যানেজার: আসাদ উল্লাহ আল গালিব
  • নারী উন্নয়ন সম্পাদক: জাফরান ইসলাম

 

টেকনিক্যাল ও গবেষণা বিভাগ

  • গবেষণা প্রধান: মোঃ রিদয়
  • হার্ডওয়্যার প্রধান: মোঃ বায়েজিদ
  • প্রোগ্রামিং প্রধান: হিমেল চন্দ্র নাথ
  • নারী প্রযুক্তি ও গবেষণা সমন্বয়ক: নুসরাত জাহান নিহা

 

আমাদের অর্জন

1. Smart Wheelchair

  • ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৪ চ্যাম্পিয়ন 
  • কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় প্রতিযোগিতায় রানারআপ

2. Smart Assistant Robot

  • আন্তর্জাতিক পর্যায়ে Top 5 Project Award অর্জন (২০২৫)
  • ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৫ যৌথভাবে রানার্স আপ
  • তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

3. LPI Blood Bank

  • তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা পর্যায়ে রানার্স আপ

4. Multifunctional Drone, Flood Aid Rover Boat, Smart Assistant Robot (V2)

  • বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্বীকৃতি 
  • ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৫ যৌথভাবে রানার্স আপ

5. Smart Home & Automation

  • আধুনিক ঘরের স্বয়ংক্রিয় প্রোটোটাইপ

6. Smart Railway Crossing

  • আন্তঃবিভাগ প্রতিযোগিতায় ৯ম স্থান
  • জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ

 

ফটো গ্যালারি 

 

                                                 

 

আমাদের লক্ষ্য

আমাদের উদ্দেশ্য এমন একটি সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে দেশের উদ্ভাবনী তরুণেরা প্রযুক্তি ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। আমরা বিশ্বাস করি, আজকের প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়ে উঠবে এই ক্লাব থেকেই—যারা ভবিষ্যতের বাংলাদেশকে ডিজিটাল, উদ্ভাবনী ও আত্মনির্ভর জাতিতে রূপান্তর করবে।