"Starting With Programming, Victory With Robotics"
অবস্থান: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
প্রতিষ্ঠাকাল: মার্চ ২০২৫
প্রতিষ্ঠাতা মেন্টর: জনাব মোঃ সাদ্দাম হোসেন; জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) কম্পিউটার
নাম | বিভাগ | সেশন |
---|---|---|
ইয়াছিন আরাফাত | কম্পিউটার | ২০২২-২৩ |
ফয়সাল মাহমুদ | কম্পিউটার | ২০২১-২২ |
আমির হামজা মাহিদ | কম্পিউটার | ২০২২-২৩ |
জোবায়ের হোসাইন | ইলেকট্রনিক্স | ২০২১-২২ |
সুজায়েত উল্লাহ শুভ | ইলেকট্রনিক্স | ২০২১-২২ |
মোঃ বায়েজিদ | ইলেকট্রনিক্স | ২০২১-২২ |
২০২৪ সালের শেষ প্রান্তে কিছু প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর উদ্যোগে LPI Innovation & Robotics Club-এর যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল—রোবটিক্স, প্রোগ্রামিং এবং উদ্ভাবনী বাস্তব প্রয়োগে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা।
জনাব মোঃ সাদ্দাম হোসেন স্যারের মেন্টরশিপে বিভিন্ন আইডিয়া শেয়ারিং, প্রজেক্ট ডেমো এবং ওয়ার্কশপের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি ধাপে ধাপে বিকশিত হয় এবং ২০২৫ সালের মার্চে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
১. ক্লাবের নিয়মকানুন ও গঠনতন্ত্র মেনে চলা আবশ্যক
২. সক্রিয় অংশগ্রহণ ও দলীয় সহযোগিতা
৩. প্রকল্পে সময়মতো দায়িত্ব পালন ও সৃজনশীল অবদান
৪. সকল সিদ্ধান্তে মেন্টর ও কমিটির অনুমোদন প্রয়োজন
৫. ক্লাবের ভাবমূর্তি রক্ষায় শালীনতা বজায় রাখা
৬. গোপনীয়তা রক্ষা করা (অনুমতি ছাড়া তথ্য প্রকাশ নয়)
৭. প্রযুক্তি শুধুমাত্র শিক্ষামূলক ও নৈতিক কাজে ব্যবহারযোগ্য
৮. সদস্যপদ নবায়ন ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত কমিটির হাতে
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
আমাদের উদ্দেশ্য এমন একটি সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে দেশের উদ্ভাবনী তরুণেরা প্রযুক্তি ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। আমরা বিশ্বাস করি, আজকের প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়ে উঠবে এই ক্লাব থেকেই—যারা ভবিষ্যতের বাংলাদেশকে ডিজিটাল, উদ্ভাবনী ও আত্মনির্ভর জাতিতে রূপান্তর করবে।